যশোর জেলা প্রতিনিধি (ইমাদুল ইসলাম) : উপজেলা প্রশাসনের উদ্যোগে যশোরের মণিরামপুর হরিহর নদী-খাল দূষণমুক্ত ও পরিষ্কারকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় শিক্ষা ও আইসিটি অতিরিক্ত কমিশনার দেব প্রসাদ পাল।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না, সহকারী কমিশনার ভূমি নিয়াজ মাখদুম,বিএনপি নেতা আলহাজ্ব আবু মুছা, মণিরামপুর থানার পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি দেব প্রসাদ পাল বলেন, আমাদের নদী মাতৃক দেশ নদী বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো। নদী দখল করার যে অপপ্রয়াস এটা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না আমরা হুমকির সম্মুখীন হবো। নদী খাল এগুলো দখলমুক্ত করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সহকারী কমিশনার ভূমি নিয়াজ মাখদুম বলেন, অবৈধ দখল উচ্ছেদের জন্য আমরা আমাদের কার্যক্রম আজ থেকে পরিচালনা করছি, এর আওতায় পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে যত অবৈধ দখল আছে সেইগুলো উচ্ছেদ করা হবে।