কক্সবাজার জেলা প্রতিনিধি (আবদুর রহিম) : উখিয়া রত্নাপালং ইউনিয়নের আমতলী ৪নং ওয়ার্ডে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কার্যবলি বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৩ আগস্ট) সকাল ১১ টার দিকে ভালুকিয়া হারুন মার্কেট হাজী আশরাফ মিয়া মার্কেটের ২য় তলায় এ কর্মশালা সম্পন্ন হয়।
রত্নপালং ইউনিয়ন পরিষের ইউপি সদস্য অলি আহমেদের সভাপতিত্বে ডি.আর.আর. ( D.R.R.) দূর্যোগ ঝুকি হ্রাস কর্মকর্তা আল মুবিনের সঞ্চালনায় উপস্থিত বক্তব্য রাখেন উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও রত্নাপালং ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসন ৪,৫,৬ ( প্যানেল চেয়ারম্যান) পুতুল রাণী বড়ুয়া।
১৬ জন বিশিষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যের উপস্থিতিতে দুর্যোগ পূর্ব প্রস্তুতিমূলক বিভিন্ন কার্যবলী ও নিয়ম কানুন নিয়ে আলোচনা করেন দুর্যোগ ঝুকি হ্রাস কর্মকর্তা মোঃ ইরফানুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওয়ার্ড সভাপতি অলি আহমেদ, উপদেষ্টা সংশ্লিষ্ট মহিলা ইউপি সদস্য পুতুল রাণী বড়ুয়া,সদস্য সরকারী শিক্ষক প্রতিনিধি হাসিনা আক্তার, সদস্য শিক্ষক প্রতিনিধি নুরুল হক, সদস্য মমতাজ উদ্দিন সরকারি প্রতিনিধি, সদস্য এনজিও প্রতিনিধি সাইফুল ইসলাম, সদস্য ধর্মীয় ইমাম প্রতিনিধি খলিলুর রহমান, সদস্য ধর্মীয় পুরোহিত প্রভাত বড়ুয়া, সদস্য ব্যবসায়ী প্রতিনিধি সুরেশ বড়ুয়া,সদস্য গণমাধ্যমকর্মী এম ফেরদৌস ওয়াহিদ, সদস্য প্রতিবন্ধী প্রতিনিধি রফিক উদ্দিন, সদস্য সমাজকর্মী প্রতিনিধি খালেদা বেগব, সদস্য ক্ষুদ্র নৃ–গোষ্ঠী প্রতিনিধি দানু বড়ুয়া,সদস্য সিপিপি প্রতিনিধি সোহেল আরমান, সদস্য সিপিপি প্রতিনিধি হাছিনা আক্তার, কোপ্ট সদস্য,সমাজকর্মী মাষ্টার মোজাম্মেল হক অত্র কমিটির সদস্য সচিব ইমাম হোসেন।