বিশেষ প্রতিনিধি (সজীব আল হোসাইন) : ইতালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতির আয়োজনে স্থানীয় একটি হল রুমের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তর্পক অর্পনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান কুমিল্লা জেলা সমিতি,ভৈরব পরিষদ ভেনিস, ভেনিস বাংলা স্কুল, ভেনিসে বসবাসরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
এছাড়াও ইতালির পাদোভা শহরে স্থায়ী শহীদ মিনারে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব, ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব সহ অসংখ্য সংগঠনের পক্ষে থেকে পুষ্পস্তর্পক অর্পন করা হয়েছে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষজন জানান,বাংলা ভাষার দাবিতে অসংখ্য ভাষা সৈনিকরা জীবন দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। বর্তমানে সারা বিশ্বে এই দিবসটি পালন করা হচ্ছে এটি আমাদের জন্য গর্বের বিষয়।এরি ধারাবাহিকতায় আমরাও প্রতি বছর ভেনিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি ও যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি বাংলা ভাষা তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকি।
পরে উপস্থিত সবাইকে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের পক্ষ থেকে শাহাদাৎ হোসেন আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।