মানবচিত্র ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারেক রহমান লবিস্ট নিয়োগ করে বাংলাদেশবিরোধী অপপ্রচার চালাচ্ছেন। সর্বশেষ খবর আজ যুক্তরাষ্ট্র থেকে এসেছে। বাংলাদেশের জন্য সুখবর, ষড়যন্ত্রকারীদের জন্য দুঃসংবাদ। যুক্তরাষ্ট্র ৯টি দেশের ৪০টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ট্রেজারি নিষেধাজ্ঞা আরোপ করেছে। আল্লাহর রহমতে বাংলাদেশ সেখানে নেই।
শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে সাভারের রেডিও কলোনি স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, কিছুদিন আগে যুক্তরাষ্ট্র র্যাবকে নিষিদ্ধ করেছে। এর রহস্য বেরিয়েছে, উন্মোচিত হয়েছে। তারা লবিস্ট নিয়োগ করেছে। আমরাও নিষেধ করতে পারি। আমরা কাউকে নিয়ে কথা বলি না। আমাদের নিয়ে মাথা ঘামাবে কেন? আমার মনে হয় বিদেশী বন্ধুরা এখন বাস্তবতা অনেকটাই বুঝতে পেরেছে। আরো পরে বুঝবেন।
সেতুমন্ত্রী বলেন, তারা একজন লবিস্ট নিয়োগ করেছেন, তার নাম ক্যাড ম্যান। তিনি কিছুদিন আগে আল-জাজিরাকে বলেন, আমি বাংলাদেশের র্যাব ও পুলিশকে নিষিদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে লবিং করেছি। যুক্তরাষ্ট্র আমার কথা শুনেছে কিন্তু যুক্তরাজ্য শোনেনি। লবিস্ট নিজেই আল জাজিরাকে জানিয়েছেন। এইসব গল্প আর কত?
ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর বিএনপি ক্ষমতা দখলের স্বপ্ন দেখে। কিন্তু ১০ ডিসেম্বরের আগে কী ঘটেছিল? পুলিশ তাদের কার্যালয়ে গিয়ে ১৬০ বস্তা, ডাল, হাঁড়ি, মশারি, মশার কয়েল উদ্ধার করে। তারা সমাবেশের নামে পিকনিক পার্টি করতে চেয়েছিল। আজ ঢাকায় সমাবেশ। কিন্তু পাড়ায় পাড়া, পাড়ায় পাড়া, ওয়ার্ডে ওয়ার্ড, ঢাকা শহর আজ বঙ্গবন্ধুর সৈনিক শেখ হাসিনার কর্মীদের দখলে।
তিনি বলেন, বিএনপি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে পিকনিকের আয়োজন করেছে। তারা পিকনিক পার্টি এবং অভিযোগ পার্টিতে পরিণত হয়েছে। প্রতিটি বিভাগীয় সমাবেশে তাদের পিকনিকও ছিল। এই টাকা কোথা থেকে আসে? টাকা কে জোগাচ্ছে? অনুসন্ধান করা হচ্ছে
সেতুমন্ত্রী বলেন, তারা (বিএনপি) পুলিশের ওপর হামলা করেছে, পুলিশ কি ললিপপ খাবে? পুলিশের ওপর হামলা হলে পুলিশ কি চুপ থাকবে? তাদেরও আত্মরক্ষা করতে হবে।