অনলাইন ডেস্ক : সাতক্ষীরার পুলিশ শুধু যে আইন শৃংখলা রক্ষা ও জন মানুষের নিরাপত্তাই কেবল নিশ্চিত করছে তা নয়, মানবতারও পরিচয় ঘটিয়ে চলেছে একের পর এক।
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার বৃহস্পতিবার জেলার এক ভদ্র মহিলার চিকিৎসার জন্য পাঁশে থাকলেন, সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা করলেন।
আর্থিক সংকট, মানবেতর জীবনযাপন, জীবন যাত্রায়, জীবন জীবিকায় আর্থাভাব এর বৃত্তে থাকা কিছু ভদ্র সম্মানিত মানুষ আছে অন্যের কাছে হাত পাততে পারে না।
এমনি এক সম্মানিয় ভদ্র মহিলার খোজ পেয়ে পুলিশ সুপার সাতক্ষীরা তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করে কেবল মানবিক দায়িত্ব পালন করলেন তা নয়, পুলিশ যে জনগনের বন্ধু তারও যথার্থ প্রমান এবং প্রয়োগ ঘটালেন এই পুলিশ কর্মকর্তা।