খুলনা পাইকগাছা প্রতিনিধি (মোঃ শফিয়ার রহমান) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবৃুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আগামী ২৬ আগস্ট স্মরণ সভা সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ আগষ্ট) কপিলমুনি আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বিকেলে ৫টায় সংগঠনের কপিলমুনি ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ আঃ মান্নান সানা এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শংকর কুমার ঢালী এর পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ গফফার খাঁ।
উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লাভলু গোলদার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক প্রকাশ কুমার দাশ ও মনিরুল ইসলাম মনি।
এ সময় উপস্থিত ছিলেন, নীল কুমার মন্ডল, আঃ সামাদ, মিরন কুমার বালা, মিলন গাজী, অবিদাস, জিবিতোস মন্ডল, আজিজুল মোড়ল, আলমগীর গাজী, সিরাজুল গাজী, কিনু বিশ্বাস, মোঃ জামাল কবিরাজ প্রমুখ।