সাতক্ষীরা জেলা প্রতিনিধি (আব্দুর রশিদ) : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণকৌশল দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ র্যালির উদ্বোধন করেন।
র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালির আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন, আইডিইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর।
তিনি বলেন, “বৈষম্যহীন কর্মক্ষেত্র নিশ্চিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ দেশ গঠন সম্ভব।”
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রকৌশলী আব্দুর রশিদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রকৌশলী আবেদুর রহমান, প্রকৌশলী কামরুল আকতার তপু (অব.), প্রকৌশলী শেখ রফিকুল ইসলাম, প্রকৌশলী সেলিম সরোয়ার, প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, প্রকৌশলী তুষার রায় চৌধুরী প্রমুখ।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “দেশের কাঠামোগত উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান অনস্বীকার্য। বৈষম্যহীন কর্মক্ষেত্র নিশ্চিত করা হলে উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে।” তিনি এই আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন, আইডিইবি’র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী গোলাম মোস্তফা।