1. manobchitra@gmail.com : news :
  2. manobchitra24@gmail.com : News Bd : News Bd
January 26, 2025, 5:16 pm
শিরোনাম :
মেয়র ও চেয়ারম্যান হতে লাগবে স্নাতক ডিগ্রী, থাকবে না সরাসরি ভোটের বিধান দুর্বৃত্তরা গুজব ছড়ানোর মাধ্যমে চট্টগ্রাম ইপিজেডকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে: সিএমপি শীর্ষ আলেম আল্লামা আবুল কালাম আযাদ’র মৃত্যুতে ইসলামী ঐক্যজোট কক্সবাজার জেলা শাখার শোক আগামীতে ইসলামের আলোকে পরিচালিত হবে এই বাংলাদেশ: মাওলানা মামুনুল হক জনগণের আস্থা অর্জন করতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান আইজিপি বাহারুল আলম সাতক্ষীরায় বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ থামাতে ইট বৃষ্টির মধ্যে সাহসী ভূমিকায় শ্যামনগরের ইউএনও রনী খাতুন ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান যশোরে জাবির ইন্টারন্যাশনাল হোটেলের অগ্নিকাণ্ডে নিহত ১৯ জনের নাম রয়েছে জুলাই শহীদদের তালিকায় নওগাঁর বদলগাছীতে পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের ৭ সদস্য আটক সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে দস্যুতা মামলার ০২ জন আসামী গ্রেফতার নওগাঁয় সাদেকুলকে আহবায়ক ও বেলালকে সদস্য সচিব করে জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন অব্যাহতিপ্রাপ্ত এসআইদের অনশনে জলকামান মেরে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ নওগাঁর পত্নীতলায় ভ্রাম্যমাণ আদালতে ভুয়া ডাক্তারের জেল ও জরিমানা   ঝালকাঠির রাজাপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন ভূমিহীনদের পূর্নবাসনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে সংঘর্ষের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ নওগাঁর বদলগাছীতে মহানবীর অবমাননাকারীদের ফাঁসিসহ ১৫ দফার দাবীতে সমাবেশ জানা গেল গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের কার বেতন কত বাড়বে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি নওগাঁর বদলগাছীতে গভীর নলকূপের অপারেটর নিয়োগে অনিয়মের অভিযোগ ঢালাওভাবে বরখাস্ত অব্যাহত থাকলে বড় কর্মসূচি ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন তারেক রহমানের চার মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের ৭ম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে বিএনপির কর্মী ও আলোচনা সভা অনুষ্ঠিত যশোরে মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে আলোচনা শুনতে এসে পদদলিত হয়ে আহত- ৯ সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৩টি বিদেশী পিস্তল, ৬টি ম্যাগাজিন ও ৬রাউন্ড গুলি সহ গ্রেফতার- ০১ সাতক্ষীরার পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন এসপি মনিরুল ইসলাম খুলনায় সাউন্ড লাইট ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় ব্যবসায়ীদের কর্মবিরতি ও মানববন্ধন সাতক্ষীরায় সরিষা ফুলের হলুদ বর্ণে ছেয়ে গেছে পুরো মাঠ সচিবালয় থেকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা সেনা সদস্যদের প্রত্যাহার নওগাঁর বদলগাছীতে বিএনপি’র প্রতিবাদে পন্ড হলো উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কারণ ছাড়া সংবাদকর্মীদের চাকরিচ্যুত করা গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা: জিএম কাদের ১৭ বাংলাদেশিকে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে গ্রেফতার করা হয়েছে ৯৯৯ নম্বর থেকে ফোন করে চাওয়া হচ্ছে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন, সতর্কবার্তা দিয়েছে পুলিশ সাতক্ষীরায় মেয়াদ উত্তীর্ণ আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিএনপির আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে এলাকাবাসির উদ্যােগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে ১৯৯ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার- ০২ সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর সাতক্ষীরায় সনাক-ইয়েস-এসিজি এর অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক গালাগাল করার প্রতিবাদে মানববন্ধন মাছের উৎপাদন বৃদ্বিতে সাতক্ষীরার সুন্দরবনে প্রকল্প হাতে নিয়েছে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পরবিরোধী: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল মিয়ানমারের সংকট নিয়ে বৈঠকে বসবে বাংলাদেশ-ভারত-চীন-মিয়ানমার ও থাইল্যান্ড সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত যশোরে ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক অধিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

অর্ধশতাধিক কিডনি বিক্রি, প্রতিটি ৫০ লাখ, দাতা পেতেন মাত্র পাঁচলাখ

  • আপডেট সময় Friday, July 21, 2023
  • 0 Time View

ভ্রাম্যমান প্রতিনিধি (মোঃ আপন) : কিডনি বিক্রি করে প্রতারণার শিকার হয়ে নিজেই শুরু করেন কিডনি বিক্রির প্রতারণা। বিভিন্ন সময় জনপ্রতি কিডনি ৫০ লাখ টাকা চুক্তি করলেও দাতাকে দেওয়া হতো মাত্র পাঁচলাখ টাকা। বাকি টাকা নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নিতেন। গতকাল বুধবার রাজধানীতে অভিযান চালিয়ে এই চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব বলছে, এখন পর্যন্ত চক্রটি অর্ধশতাধিক ব্যক্তির কাছ থেকে অবৈধ উপায়ে কিডনি নিয়েছে। এভাবে বিপুল অর্থসম্পদের মালিক হয়েছেন তারা। চক্রের হোতা মো. আনিছুর রহমান। বাকি সদস্যরা হলেন- মো. আরিফুল ইসলাম রাজিব, সালাউদ্দিন তুহিন, সাইফুল ইসলাম ও এনামুল হোসেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহমেদ জানান, ২০১৯ সালে চিকিৎসার জন্য ভুয়া কাগজপত্রে ভারতে গিয়ে প্রতারিত হন আনিছুর রহমান। অর্থের বিনিময়ে নিজের একটি কিডনি বিক্রি করেন। তবে সেখানে কিডনি প্রতিস্থাপনের রোগীদের ব্যাপক চাহিদা দেখে প্রলুব্ধ হয়ে আনিছুর দেশে ফিরে নিজেই কিডনি বেচাকেনার অবৈধ ব্যবসায় নামেন। লে. কর্নেল মোস্তাক জানিয়েছেন, আনিছুর রহমান ভারতে অবস্থানরত কিডনি ক্রয়-বিক্রয় চক্রের সহযোগিতায় একটি দালাল চক্র গড়ে তোলেন। অনলাইনে বিত্তশালী কিডনি রোগী এবং বিভিন্ন এলাকা থেকে স্থানীয় দালালদের মাধ্যমে কিডনি ডোনার সংগ্রহ করে বৈধ ও অবৈধভাবে বিমানে বা স্থলপথে ভারতে পাঠাতেন।

র‌্যাব-১ জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা, বাড্ডা, বনানী ও মহাখালী এলাকায় অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে অঙ্গিকারনামা এবং ভুক্তভোগীর সঙ্গে করা চুক্তির এফিডেভিট কপি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব অধিনায়ক বলেন, ‘প্রতারণার মাধ্যমে মানবদেহের কিডনিসহ নানাবিধ অঙ্গের অবৈধ ট্রান্সপ্লান্টেশনের সঙ্গে জড়িত রয়েছে কয়েকটি চক্র। এসব চক্রের ফাঁদে প্রলুব্ধ হয়ে সর্বহারা হচ্ছে অসহায় নিম্নমায়ের মানুষ। আইনবহির্ভূত, স্পর্শকাতর ও অবৈধ ট্রান্সপ্লান্টেশনের চক্রের সদস্যরা অর্থের লোভে অমানবিক কার্যক্রমে যুক্ত রয়েছে।’

তিনি বলেন, ‘সম্প্রতি র‌্যাবের সাইবার মনিটরিং সেল সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধভাবে কিডনিসহ অন্যান্য মানব অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রয় সিন্ডিকেটের গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল। এসব সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন অনলাইন এবং অফলাইন প্রচারণার মাধ্যমে গ্রাহক ও ডোনারদের আকৃষ্ট করে থাকে।’

বিদেশে অবস্থানরত একেকজন কিডনি ক্রেতা জীবন বাঁচাতে ৪৫-৫০ লাখ টাকা খরচ করে কিডনি ক্রয় করেন উল্লেখ করে র‌্যাব কর্মকর্তা বলেন, ‘এই টাকার মাত্র ৪-৫ লাখ টাকা পায় প্রতারিত ডোনার। ৫-১০ লাখ টাকা ভাগবাটোয়ারা হয় দেশের অভ্যন্তরে সক্রিয় দালাল, অসাধু ট্রাভেল এজেন্ট এবং অন্য প্রতারকদের মধ্যে। বাকি প্রায় ৩০ লাখ টাকা ভোগ করে বিদেশে অবস্থানরত সিন্ডিকেট।’

র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহমেদ আরও জানান, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দারিদ্রসীমার নিচের অসহায় মানুষগুলোকে টার্গেট করে প্রতারণার ফাঁদ পাতে এই চক্র। কখনও তারা বলে সুস্থভাবে বেঁচে থাকতে একটির বেশি কিডনি দরকার নেই। কখনও মিথ্যা আশ্বাস দেয় যে চিকিৎসার খরচ তারা বহন করবে। টাকার লোভে কিডনি হারিয়ে প্রায়ই অকর্মন্য হয়ে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়ে অসহায় মানুষগুলো।

যেভাবে ফাঁদে পেতে কিডনি নিতো চক্রটিঃ

র‌্যাব-১ অধিনায়ক জানান, চক্রটি চারটি ভাগে বিভক্ত হয়ে কাজ করে। প্রথম গ্রুপ বিদেশে অবস্থান করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিডনি ট্রান্সপ্লান্টেশন প্রয়োজন এমন বিত্তশালী রোগীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। দেশে থাকা হোতা আনিছ ঢাকায় বসে বিদেশে ডোনার পাঠানোর বিষয় তদারকি করে। চক্রের তৃতীয় দলটির সদস্য আরিফ এবং তুহিন প্রথম দলের চাহিদা মোতাবেক দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও অভাবী মানুষদের চিহ্নিত করে এবং তাদের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে অর্থের বিনিময়ে কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য ডোনার হতে প্রলুব্ধ করে।

এর পর ঢাকায় নিয়ে এসে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে কিডনি ট্রান্সপ্লান্টেশন প্রত্যাশী রোগীর সঙ্গে ব্লাড ম্যাচিং এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করা হয়। ব্লাড ম্যাচিং এবং অন্যান্য টেস্টে কিডনি ট্রান্সপ্লান্টেশনের উপযুক্ততা নিশ্চিত হলে চতুর্থ গ্রুপটির হোতা সাহেবানা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক সাইফুল ইসলাম প্রলোভনের শিকার ভুক্তভোগী কিডনি ডোনারদের পাসপোর্ট, ভিসা প্রসেসিং এবং ভুয়া কাগজপত্র তৈরির মাধ্যমে ভুক্তভোগী ডোনারকে পার্শ্ববর্তী দেশে পাঠানোর জন্য প্রস্তুত করেন।

ডোনার নিয়ে কিডনি ক্রয়-বিক্রয়ের মূলহোতা আনিছুর রহমান বিমানবন্দর অথবা স্থলবন্দর দিয়ে পার্শ্ববর্তী দেশে প্রবেশ করেন এবং হাসপাতালের ডকুমেন্টেশন, অস্ত্রপচারসহ যাবতীয় কার্যক্রম শেষে ভিকটিমদের বৈধ-অবৈধ উপায়ে বিমান বা উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত এলাকা দিয়ে দেশে ফেরত পাঠান।

চক্রের অন্যতম সদস্য সাইফুল ইসলাম সাহেবানা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক। তিনি কিডনি ডোনারদের পার্শ্ববর্তী দেশে পাঠানোর জন্য পাসপোর্ট ব্যাংক অ্যান্ডোর্সমেন্ট, মেডিকেল ডকুমেন্টস, ভিসা এবং অন্যান্য কাগজপত্র তৈরি করে থাকেন। যেসব ডকুমেন্টের ঘাটতি থাকে, তাদের কাগজপত্র জাল জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করে থাকেন। ২০২১ সালের র‌্যাব তাকে আর একবার গ্রেপ্তার করেছিল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 ManobChitra
Theme Customized By BreakingNews