ভ্রাম্যমান প্রতিনিধি (মোহাম্মদ ফরিদ উদ্দিন) : অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি ‘অসকস’ রেজিঃ নং ১৭০১৩৫ এর উদ্যোগে বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
সিলেটের গোয়াইনঘাটে ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে চরম দুর্যোগের মুহূর্তে বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়ালো অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি ‘অসকস’ বাংলাদেশ। আত্ম মানবতার সেবায় ‘অসকস’ বাংলাদেশ বন্যা কবলিত অসহায় মানুষের পাশে প্রতিষ্ঠানের নিজেদের সমর্থ্য ও অর্থ দিয়ে অসহায় মানুষদের মাঝে চাল, আটা, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, মোমবাতি, আলু, বিতরণ করেন।
সংগঠনের সভাপতি সাজেন্ট অবঃ আহসান হাকিমের নেতৃত্বে সাধারণ সম্পাদক সার্জেন্ট আবু শামা অডন্যান্স, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মিয়া, উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব আনসারী, উপদেষ্টা আল হেলাল, উপদেষ্টা জনাব আব্দুল খালেক, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম অর্থ বিষয়ক সম্পাদক সাবিরুল ইসলামসহ অন্যান্য যোদ্ধাদের নিয়ে ছুটে গিয়েছেন বন্যা কবলিত দিসেহারা মানুষের মাঝে ত্রান সামগ্রী নিয়ে।
বাংলাদেশের মধ্যে অরাজনৈতিক মানবিক স্বেচ্ছাসেবী এ সংগঠনটি ইতিমধ্যে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী (সেনা নৌ ও বিমান) সদস্যদের কল্যানে কাজ করে যাচ্ছে। তার পাশাপাশি ‘অসকস’ সোসাইটি বেসামরিক পরিমন্ডলে এবং বিভিন্ন সময়ে অসচ্ছল অবসরপ্রাপ্তদের সাহায্য সহযোগিতাও দিয়ে আসছে।
ত্রান বিতারণকালে সভাপতি সাজেন্ট অবঃ আহসান হাকিম বলেন, আসুন আমরা ত্রান সামগ্রি বিতরণের জন্য অর্থায়ন করি বানভাসি মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করি। আমারা প্রমান করি মানুষ মানুষের জন্য আর এতটুকু সহানুভূতি পাবার অধিকার অসহায় মানুষের প্রাপ্য।