সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি (শেখ রেজওয়ান) : প্রায় ২ বছরের অধিক সময় কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ধলবাড়িয়া ইউপি থেকে বারবার নির্বাচিত সাবেক জনপ্রিয় চেয়ারম্যান এ্যাড. শেখ আব্দুস সাত্তার। ১লা মার্চ সন্ধ্যায় তিনি সাতক্ষীরা কারাগার থেকে মুক্তি লাভ করেন।
প্রাপ্ত তথ্যমতে- ২০১৩ পরবর্তী সময়ে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির একটা জায়গা নিয়ে পুলিশ সুপার অফিসের সাথে এ্যাড. আব্দুস সাত্তারের দ্বন্দ্ব বাঁধে। তিনি ওই সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক থাকায় আইনজীবী সমিতির পক্ষে কর্মসূচি গ্রহণ করলে এবং কর্মসূচিতে নেতৃত্ব দিলে তৎকালীন জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরের সাথে চরম বিরোধ সৃষ্টি এবং কথা কাটাকাটি হয়। ফলে ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলা সহ অনেক মামলার চার্জশিটে তাকে আসামি করা হয়। ২০২১ সালের ২৭ জানুয়ারী তাকে মামলা চলাকালীন কারাগারে প্রেরণ করা হয়। দলীয় নেতাকর্মী ও এলাকার সর্বমহলের ভাষ্যমতে- একজন সৎ ও পরোপকারী ব্যক্তি এ্যাড. আব্দুস সাত্তার।
তিনি দলীয় নেতাকর্মী ছাড়াও গরিব, দুঃখী, অসহায়দের আদালতে সম্পূর্ণ ফ্রী আইনি সহায়তা দিয়ে থাকেন। ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকাকালীন তার ইউনিয়নে অভূতপূর্ব উন্নয়ন হয়। অনেক সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথেও সম্পৃক্ততা আছে তার।
মামলা প্রসঙ্গে তারা জানান- এই মামলায় তার কোন সম্পৃক্ততা ছিলো না। তিনি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। দীর্ঘদিন পরে হলেও তার মুক্তির মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো।
উল্লেখ্য, এ্যাড. আব্দুস সাত্তার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে প্রধানমন্ত্রীর গাড়ি বহর হামলা মামলায় দীর্ঘ ২ বছরের অধিক কারাগারে বন্দী ছিলেন। এদিকে প্রিয় নেতার মুক্তিতে দলীয় নেতাকর্মী, এলাকার সর্বসাধারণ তথা তার পরিবারবর্গের মাঝে আনন্দের জোয়ার বইছে। প্রিয় নেতাকে একপলক দেখার জন্য সন্ধ্যা থেকে তার বাড়িতে কয়েক শত নেতাকর্মী ও সাধারণ জনতা জমায়েত করেন।