গোপালগঞ্জ প্রতিনিধি (হৃদয় সরকার) : দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে পুলিশের হাতে ধরা পরলো কম্পিউটার চুরির মূল কারিগর সাবেক যুবলীগ লীগ নেতা পলাশ শরীফ। বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সানোয়ার হোসেন জানান, কম্পিউটার চুরির মূল হোতা পলাশ শরীফকে গ্রেফতার করা হয়েছে।
গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগার “অমর একুশে ফেব্রুয়ারী ভবন” থেকে কম্পিউটার চুরির ঘটনার মূল হোতা যুবলীগের সাবেক নেতা পলাশ শরীফকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ পুলিশ।
গতকাল রোববার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের টেকেরহাটের বাস থেকে পলাশ শরীফকে গ্রেপ্তার করেন। তিনি গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। চুরির ঘটনায় জড়িত থাকার কারনে যুবলীগ থেকে বহিস্কৃত করা হয় পলাশ শরীফকে।
উল্লেখ্য, গত ২৬জুলাই থেকে ৯আগস্ট সময়কালে ঈদূল আযহা উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় কেন্দ্রীয় লাইব্রেরী থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন গোপালগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করে। যার ফলশ্রুতীতে গেল ১৩আগস্ট, বনানী থানা পুলিশ রাজধানীর মহাখালী ক্রিস্টাল ইন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩৪টি কম্পিউটার উদ্ধার করে এবং হোটেল মালিকসহ দুজনকে গ্রেফতার করে।