সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি : রাশিদুল ইসলাম মিঠু কে সভাপতি ও সামিউল ইসলাম জুয়েল কে সাধারণ সম্পাদক করে সাতক্ষীরা পৌর তাঁতী লীগের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে জেলা তাঁতী লীগ।
গত সোমবার(৩১মে) সাতক্ষীরা জেলা তাঁতীলীগ এর সভাপতি কাজী মারুফ ও সাধারন সম্পাদক শেখ আলমগীর হোসেন সাক্ষ্যরিত এক পত্রের মাধ্যমে এই ৩১ সদস্য বিশিষ্ট পৌর তাঁতী লীগের কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়।
এসময় জেলা তাঁতী লীগের অন্যতম নেতাকর্মী সহ পৌর তাঁতী লীগের নবনির্বাচিত কমিটির অধিকাংশ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলার সুযোগ্য সভাপতি ও বিপ্লবী সাধারন সম্পাদক এসময় নবনির্বাচিত পৌর কমিটিকে স্বাগত জানিয়ে আগামী দিনগুলোতে অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সাথে নির্ভয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানান।