অনলাইন ডেস্ক : জিএমপি’তে অ্যাডিশনাল ডিআইজি, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ অলংকরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১ নভেম্বর ২০২৩ খ্রিঃ, মঙ্গলবার দুপুর ১৩.০০ ঘটিকায় জিএমপি সদরদপ্তর এর কনফারেন্স রুমে জিএমপি কমিশনার মোঃ মাহবুব আলম, বিপিএম, পিপিএম(বার), জিএমপির অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ইলতুৎমিশ, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এসময় জিএমপি’র পুলিশ কমিশনার র্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠানে পদন্নোতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে প্রাণঢালা অভিনন্দন জানান। এই পদোন্নতির মাধ্যমে পদন্নোতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কার্যক্রম ও কার্যধারা আরো ত্বরান্বিত হবে এবং তাদের কর্মের মাধ্যমে দেশের গৌরব বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।