সংবাদ বিজ্ঞপ্তি : ঢাকা জেলার ধামরাই ও আশুলিয়া এলাকায় অটোরিকশা ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
শুক্রবার (১২ আগস্ট) সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
র্যাব জানায়, আমরা জানতে পারি ঢাকা জেলার ধামরাই এলাকায় কিছু অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে একজন অটোরিকশা ছিনতাইকারীকে হেফাজতে নেওয়ার পরে তার দেওয়া তথ্য মতে জানা যায় যে, সে অটোরিকশা ছিনতাইকারী চক্রের একজন সক্রিয় সদস্য। তার সঙ্গে অন্যান্য আরও সদস্য রয়েছে। ওই তথ্যের ভিত্তিতে আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত ২টি অটোরিকশাসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৩ জন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজু (৩০), মো. বদু (৩৬), মো. আরিফ হোসেন বেপারী (৩৮)।
র্যাব-৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ছিনতাইয়ের বিষয়ে সত্যতা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, তারা পলাতক অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জন সহচরদের সহযোগীতায় ঢাকাসহ আশেপাশের জেলা হতে অটোরিকশা ছিনতাই করে এনে জিরাবো এলাকায় আসামি মো. রাজুর গাড়ির গ্যারেজে রাখত এবং সেখান থেকে রাজু প্রতিটি অটোরিকশার পার্টস খুলে আলাদা আলাদাভাবে ঢাকা মহানগরের বিভিন্ন খুচরা ও পাইকারী ডিলারদের কাছে বিক্রয় করত।
আসামিদের বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বয়েছে বলে জানায় র্যাব-৪।